ভবিষ্যৎ পরিকল্পনা:
যে কোন পরিবেশ পরিস্থিতি এবং সংকটকালীন সময়ে রিমোট লার্নিং প্লাটফর্মের (Remote Learning Platform ) মাধ্যমে ব্লেন্ডিং পদ্ধতিতে (Blending Method) পাঠদান র্কাযক্রম স্বাভাবিক রাখা হবে। (Civil Registration & Vital Statistics (CRVS) এর সাথে সম্পৃক্ততা বজায় রেখে সকল শিক্ষার্থীর ছবিসহ আইডি কার্ড ও ডাটাবেইজ প্রণয়ণসহ ডিজিটাল শিক্ষার্থী হাজিরা ব্যবস্থাপনা নিশ্চিতকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঝরে পড়া ও স্কুল বহির্ভূত শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং তাদের প্রাথমিক শিক্ষাচক্র সম্পন্নের জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকল শিশুর মানসন্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারের গৃহীত বিভিন্নমূখী পদক্ষপে বাস্তবায়নের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের সাথে স্থানীয় কমিউনিটিকে আরো বেশি সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।
সকল শিক্ষকগণকে আন্তরিকতার সাথে শ্রেণী কক্ষে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান প্রয়োগ করাতে হবে এবং মনিটরিং ব্যবস্থা জোড়দার করতে হবে। এছাড়া অন্যান্য পরিকল্পনার মধ্যে আছে- মানসম্মত প্রাথমিক শিক্ষা উন্নয়নের লক্ষ্যে সমাজ সম্পৃক্তকরণ ও কার্যকরী যোগাযোগের ভূমিকা বিষয়ক ওয়ার্কশপ আয়োজন, এসএমসি ও পিটিএ কে কার্যকরী করার লক্ষ্যে সভা ও সেমিনারের আয়োজন এবং শিখন ঘাটতি পূরণে শিখন ঘাটতি পরিমাপক টুলস তৈরি , দূর্বল শিক্ষার্থী চিহ্নিত করে রেমিডিয়াল ব্যবস্থা নিশ্চিতকরণে সর্বাত্মক সহযোগিতা করা হবে। Mentor হিসেবে প্রধান ও সহকারী শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতা করে ধরাবাহিক মূল্যায়ন ও নতুন কারিকুলাম (২০২২) সম্পর্কে সম্যক ধারণা প্রদান করব ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস