Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

উপজেলা/থানা রিসোর্স সেন্টার (ইউআরসি/টিআরসি)


উপজেলা/থানা রিসোর্স সেন্টারের লক্ষ্য:

একাডেমিক সহায়তা প্রদান ও ধারাবাহিক প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরিকালীন পেশাগত দক্ষতার উন্নয়ন।


উপজেলা/থানা রিসোর্স সেন্টারের উদ্দেশ্য:

১. প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের পেশাগত দক্ষতার উন্নয়ন;

২. বিদ্যালয় ও শ্রেণিকক্ষে শিখন-শেখানো প্রক্রিয়ার মানোন্নয়ন;

৩. বিদ্যালয়ে টিচার্স সাপোর্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠা;

৪. শিখন-কাজে গঠনমূলক (ধারাবাহিক) মূল্যায়ন প্রচলন;

৫. প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখনের গুণগতমান উন্নয়ন;

৬. প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ চাহিদা নিরূপণ;

৭. স্বল্পমেয়াদি প্রশিক্ষণ বাস্তবায়ন;

৮. শিক্ষক প্রশিক্ষণ মূল্যায়ন প্রচলন;

৯. অনুস্মারক/সঞ্জীবনী প্রশিক্ষণের ব্যবস্থা করা;

১০. শিক্ষকদের জন্য সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পদ্ধতির উন্নয়ন;

১১. শিক্ষকদের তথ্য ভান্ডার (ডাটা ব্যাংক) প্রতিষ্ঠা;

১২. বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক অভিভাবক সমিতিকে শক্তিশালীকরণ;

১৩. সামাজিক উদ্বুদ্ধকরণ।











উপজেলা/থানা রিসোর্স সেন্টারের কার্যাবলি:

১. একাডেমিক সুপরভিশন প্রক্রিয়ায় শিক্ষকদের শিখন-শেখানো কার্যক্রম পরিচালনায় সঠিক পদ্ধতি ও কৌশল প্রয়োগে সহায়তা প্রদান;

২. প্রাথমিক বিদ্যালয়ের পাক্ষিক/একাডেমিক সভার কার্যক্রম তদারকি এবং ক্লাস্টার/উপজেলা পর্যায়ে শিক্ষকদের নিয়ে একাডেমিক সভা পরিচালনা;

৩. প্রাথমিক বিদ্যালয়ের পাক্ষিক/একাডেমিক সভার প্রতিবেদন এবং ইউআরসি'র শিক্ষক প্রশিক্ষণ মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা করে শিক্ষকদের প্রশিক্ষণ চাহিদা নিরূপণ;

৪. প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন, প্রশিক্ষণ সামগ্রী উন্নয়ন/সংগ্রহ ও প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন;

৫. প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)তে চলমান প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মৌলিক/বুনিয়াদি প্রশিক্ষণের বাস্তবায়নে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান;

৬. স্বল্পমেয়াদি প্রশিক্ষণ আয়োজন, প্রশিক্ষণ পরিচালনা ও সমন্বয় সাধন;

৭. শ্রেণিকক্ষে পিটিআই ও ইউআরসি হতে প্রাপ্ত প্রশিক্ষণ বাস্তবায়ন পরিবীক্ষণ এবং সঞ্জীবনী প্রশিক্ষণের আয়োজন;

৮. টিচার্স সাপোর্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠায় ‘পাঠ সমীক্ষা' কার্যক্রম তদারকি ও ফলাবর্তন প্রদান এবং কর্মশালার আয়োজন;

৯. প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান এবং আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণের আয়োজন;

১০. প্রাথমিক বিদ্যালয়ের শিখন-কাজে গঠনমূলক (ধারাবাহিক) মূল্যায়ন প্রচলনে সহায়তা প্রদান এবং অভীক্ষাপত্র প্রণয়নে

কর্মশালার আয়োজন;

১১. চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ লিফলেট উন্নয়ন এবং সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিদর্শন;

১২. প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) ও শিক্ষক অভিভাবক সমিতি (পিটিএ)'র সদস্যদের জন্য প্রশিক্ষণ আয়োজন;

১৩. প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন সময়ে এসএমসি ও পিটিএ সভা, অভিভাবক/মা সমাবেশ, উঠান বৈঠকে অংশগ্রহণ এবং হোমভিজিট করা;

১৪. প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম তদারকি এবং বিদ্যালয়ে শিশুবান্ধব পরিবেশ উন্নয়নে সহায়তা প্রদান;

১৫. স্থানীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার স্টেকহোল্ডারদের নিয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ সেমিনার/কর্মশালার আয়োজন; ১৬. প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য সংবলিত ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ করা;

১৭. প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের (প্রশিক্ষণ-পূর্ব, প্রশিক্ষণ-কালীন ও প্রশিক্ষণ-পরবর্তী) পেশাগত আচরণ ও পারঙ্গমতা পর্যালোচনা ও ফলাফলের ভিত্তিতে প্রশিক্ষণ মূল্যায়ন করা;

১৮. পেশাগত উন্নয়নে কর্ম-সহায়ক গবেষণা (Action Research) পরিচালনা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম- সহায়ক গবেষণায় সহায়তা প্রদান;

১৯. প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বই-পুস্তক, ম্যাগাজিন ও সাময়িকী সংগ্রহ এবং লাইব্রেরি ব্যবস্থাপনা;

২০. জাতীয় দিবস উদযাপন, প্রতিযোগিতার আয়োজন এবং উন্নয়ন মেলায় অংশগ্রহণ বিষয়ে স্থানীয় প্রশাসন ও উপজেলা/থানা শিক্ষা অফিসের সাথে সমন্বয় সাধন;

২১. উপজেলা/থানা ভিত্তিক প্রাথমিক শিক্ষার তথ্য সম্বলিত নিউজলেটার প্রকাশ ও প্রচার।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন উপজেলা/থানা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর, ডাটা এন্ট্রি অপারেটর ও নিরাপত্তা প্রহরীগণ (নৈশ প্রহরী) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত দায়িত্বসমূহ পালন করবেন।


ইন্সট্রাক্টর এর দায়িত্ব ও কর্তব্য:

যোগাযোগ ও সমন্বয় সাধন সংশ্লিষ্ট দায়িত্ব:

১. পিটিআই সুপারিনটেনডেন্ট-এর নিকট দায়বদ্ধ থেকে ইউআরসি'র একাডেমিক ও প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন;

২. সুপারিনটেনডেন্ট, পিটিআই-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করে প্রশিক্ষণ ও অন্যান্য কার্যাবলি বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করবেন;

৩. জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মাসিক সমন্বয় সভায় যোগদান করে ইউআরসি'র মাসিক কার্যক্রম উপস্থাপন ও পরবর্তী মাসের কর্মসূচি পেশ করবেন;

৪. নির্ধারিত সময়ের মধ্যে সুপারিনটেনডেন্ট, পিটিআই-এর সাথে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সমাপন এবং সুপারিনটেনডেন্ট কর্তৃক বার্ষিক কর্ম-পরিকল্পনা ও ভ্রমণসূচি অনুমোদন করাবেন;

৫. উপজেলা/থানা শিক্ষা কমিটির সভায় অংশগ্রহণ করবেন কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা প্রদান করবেন;

৬. উপজেলা/থানা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় যোগদান করে একাডেমিক বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করা;

৭. প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পাক্ষিক সভার কার্যক্রম তদারকি করাসহ উপজেলা/থানা শিক্ষা অফিসারের সাথে সমন্বয় সাধন করে ক্লাস্টার/উপজেলা পর্যায়ে শিক্ষকদের নিয়ে একাডেমিক সভা পরিচালনা করবেন;

৮. প্রধান শিক্ষক থেকে প্রাপ্ত পাক্ষিক সভার প্রতিবেদন পর্যালোচনা ও একাডেমিক সভার সিদ্ধান্তের আলোকে চাহিদাভিত্তিক সাব- ক্লাস্টার প্রশিক্ষণের চাহিদা নিরূপণে উদ্যোগ নিবেন;

৯. শিক্ষকের প্রশিক্ষণ চাহিদার আলোকে পরিকল্পিত ও আয়োজিতব্য প্রশিক্ষণের জন্য অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষক প্রশিক্ষক মনোনয়নে উপজেলা/থানা শিক্ষা অফিসারের আলোচনা করে ডেপুটেশন সংগ্রহ করবেন;

১০. উপজেলা/থানা শিক্ষা অফিসের সাথে সমন্বয় সাধন করে PEMIS System/ ই-প্রাইমারি স্কুল সিস্টেমেরট্রেনিং ট্র্যাকিং সফটওয়ারে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকের তথ্য এন্ট্রিসহ সকল শিক্ষকের প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য হালনাগাদ করাসহ শিক্ষক ডাটাবেজ উন্নয়নের মাধ্যমে শিক্ষক প্রোফাইল প্রস্তুত করবেন;

১১. স্থানীয় প্রশাসন ও শিক্ষা অফিসের সাথে সমন্বয় সাধন করে জাতীয় দিবস পালন করাসহ প্রতিযোগিতা আয়োজন ও উন্নয়ন মেলায় অংশগ্রহণ করবেন;







• একাডেমিক দায়িত্ব:

১২. নির্ধারিত প্রমাপ অনুযায়ী নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও কার্যক্রম পর্যবেক্ষণ করে মাসিক প্রতিবেদন (সহকারী ইন্সট্রাক্টরের প্রতিবেদন একত্রিত করে) পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর প্রেরণ করবেন এবং এর অনুলিপি উপজেলা/থানা শিক্ষা অফিসে ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পাঠাবেন;

১৩. প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ, পাঠ-সমীক্ষা ও মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়ন তদারকি করবেন এবং শিক্ষকদের শ্রেণি শিখন-শেখানো প্রক্রিয়ার মানোন্নয়নে একাডেমিক সহায়তা প্রদান করবেন;

১৪. বিদ্যালয় পরিদর্শন সময় এসএমসি ও পিটিএ সভা, অভিভাবক ও মা সমাবেশ, উঠোন বৈঠকে অংশগ্রহণ করবেন এবং প্রমাপ অনুযায়ী হোম ভিজিট করে প্রতিবেদন (সহকারী ইন্সট্রাক্টরের প্রতিবেদন একত্রিত করে) পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর প্রেরণ করে অনুলিপি অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পাঠাবেন;

১৫. পিটিআইতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষকদের মৌলিক/বুনিয়াদি প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট মেন্টরিং ও সহায়তামূলক দায়িত্ব পালন করবেন:

১৬. চাহিদাভিত্তিক স্বল্পমেয়াদি প্রশিক্ষণের জন্য পরিকল্পনা প্রণয়ণসহ প্রশিক্ষণ উপকরণ উন্নয়ন/সংগ্রহের উদ্যোগ গ্রহণ করবেন;

১৭. অনুমোদিত প্রশিক্ষণ পরিকল্পনার আলোকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রশিক্ষণ আয়োজনসহ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন;

১৮. স্থানীয় পর্যায়ে আয়োজিত প্রশিক্ষণ বাস্তবায়নে প্রয়োজনবোধে নীতিমালার আলোকে প্রশিক্ষক/সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন;

১৯. শ্রেণিকক্ষে প্রশিক্ষণ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন করে ফলোআপ বা সঞ্জীবনী প্রশিক্ষণের ব্যবস্থা করবেন;

২০. ইউআরসি/টিআরসি সংশ্লিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরীক্ষণ বিদ্যালয়ের ন্যায় প্রশিক্ষণ চলাকালীন ব্যবহার করবেন এবং উক্ত বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

২১. নির্ধারিত প্রমাপ অনুযায়ী সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিদর্শন করে পরিদর্শন প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর প্রেরণ করবেন এবং এর অনুলিপি অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পাঠাবেন;

২২. চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণের জন্য প্রাপ্ত বিষয়ের জন্য প্রশিক্ষণ উপকরণ (লিফলেট) উন্নয়ন করে অনুমোদনের জন্য পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর প্রেরণ করবেন;

২৩. প্রাথমিক বিদ্যালয় ও শ্রেণির শিখন-কাজে গঠনমূলক (ধারাবাহিক) মূল্যায়ন প্রচলনে একাডেমিক সহায়তা প্রদানসহ শিক্ষকদের অভীক্ষাপত্র প্রণয়নে সহায়তা প্রদানের জন্য নিয়মিত তদারকিসহ ধারাবাহিকভাবে কর্মশালা/প্রশিক্ষণের আয়োজন করবেন;

২৪. উপজেলা শিক্ষা অফিসের সাথে আলোচনা সাপেক্ষে এসএমসি ও পিটিএ'কে শক্তিশালীকরণে কমিটির সদস্যদের জন্য প্রশিক্ষণ আয়োজন করবেন;

২৫. স্থানীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার স্টেকহোল্ডারদের নিয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ সেমিনার/কর্মশালার আয়োজন করবেন;

 ২৬. প্রশিক্ষণপূর্ব শিক্ষদের বিদ্যালয় শ্রেণি-কাজ পর্যবেক্ষণ; প্রশিক্ষণ চলাকালে শিক্ষকদের কৃতকার্যতা (সময়নুবর্তিতা, আগ্রহ, অংশগ্রহণ, উপস্থাপন, বিষয় ও শিক্ষণবিজ্ঞান জ্ঞান, প্রশিক্ষণপূর্ব ও প্রশিক্ষণোত্তর মূল্যায়ন); এবং প্রশিক্ষণ পরবর্তী বিদ্যালয় শ্রেণি-কাজ পর্যবেক্ষণের ফলাফলের আলোকে শিক্ষক প্রশিক্ষণ মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করবেন;

২৭. ইউআরসি'তে বাস্তবায়িত সকল সেমিনার/কর্মশালা/প্রশিক্ষণ প্রতিবেদন এবং শিক্ষক প্রশিক্ষণ মূল্যায়ন সংক্রান্ত গবেষণা প্রতিবেদন উপজেলা/থানা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআই এবং অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগে প্রেরণ করবেন;

২৮. পেশাগত উন্নয়নে কর্ম-সহায়ক গবেষণা পরিচালনা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম-সহায়ক গবেষণায় সহায়তা প্রদান;

২৯. উপজেলা/থানা ভিত্তিক প্রাথমিক শিক্ষার চিত্র ও অগগ্রতির বিবরণ এবং ইউআরসি'র সম্পাদিত কার্যক্রমের ওপর আলোকপাত করে প্রতি অর্থবছরে একটি নিউজলেটার প্রকাশ ও প্রচারের উদ্যোগ গ্রহণ করবেন।

• প্রশাসনিক দায়িত্ব:

৩০. সকল সরকারি আদেশ, পরিপত্র ও নির্দেশনা প্রতিপালন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জারিকৃত চিঠিপত্র রিসিভ ও ডেসপ্যাচ সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করবেন;

৩১. নির্ধারিত সিটিজেন চার্টার, বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি (এপিএ), জাতীয় শুদ্ধাচার কৌশল এবং তথ্য অধিকার আইন বাস্তবায়ন করবেন;

৩২. বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি (এপিএ) কমিটি এবং জেন্ডার কমিটি সভা আয়োজন এবং সভার কার্যবিবরণী পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর প্রেরণ করবেন;

৩৩. অধঃস্তন কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম তদারকি করাসহ সেন্টার ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বিধি মোতাবেক সম্পন্ন করবেন;

৩৪. নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য তহবিলের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন;

৩৫. অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি, পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধাদি মঞ্জুর করাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ন করবেন ;

৩৬. অধীন কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন/বিশেষ প্রত্যয়নপত্র/সার্ভিসবুক লিখন শেষে পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর অগ্রায়ন করবেন;

৩৭. ইউআরসি'র লাইব্রেরি এবং স্থাবর ও অস্থাবর সম্পদের রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করবেন;

৩৮. এছাড়াও সময়ে সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের নির্দেশিত দায়িত্ব পালন করবেন।


সহকারী ইন্সট্রাক্টর এর দায়িত্ব ও কর্তব্য:

১. ইউআরসি ইন্সট্রাক্টর-এর তত্ত্বাবধানে ইউআরসি'র একাডেমিক, প্রশাসনিক, যোগাযোগ ও সমন্বয় সাধন কাজে সার্বিক সহায়তা প্রদান করবেন;

২. ইউআরসি'তে অনুষ্ঠিতব্য সকল প্রশিক্ষণ/কর্মশালা/সেমিনারের পরিকল্পনা প্রণয়ন ও এ সবের আয়োজনে অংশগ্রহণ করবেন;

৩. নির্ধারিত প্রমাপ অনুযায়ী নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও কার্যক্রম পর্যবেক্ষণ করে মাসিক প্রতিবেদন ইউআরসি ইন্সট্রাক্টর বরাবর দাখিল করবেন;

৪. প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ, পাঠ-সমীক্ষা ও মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়ন তদারকি করবেন এবং শিক্ষকদের শ্রেণি শিখন-শেখানো প্রক্রিয়ার মানোন্নয়নে একাডেমিক সহায়তা প্রদান করবেন;

৫. পেশাগত উন্নয়নে কর্ম-সহায়ক গবেষণা পরিচালনা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম-সহায়ক গবেষণায় সহায়তা প্রদান;

৬. বিদ্যালয় পরিদর্শন সময় এসএমসি ও পিটিএ সভা, অভিভাবক ও মা সমাবেশ, উঠোন বৈঠকে অংশগ্রহণ করবেন এবং প্রমাপ অনুযায়ী হোম ভিজিট করে প্রতিবেদন ইউআরসি ইন্সট্রাক্টর বরাবর দাখিল করবেন;

৭. পিটিআইতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষকদের মৌলিক/বুনিয়াদি প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট মেন্টরিং ও সহায়তামূলক দায়িত্ব পালন করবেন;

৮. চাহিদাভিত্তিক স্বল্পমেয়াদি প্রশিক্ষণের জন্য পরিকল্পনা প্রণয়ণসহ প্রশিক্ষণ উপকরণ উন্নয়ন/সংগ্রহে ইউআরসি ইন্সট্রাক্টরকে সহায়তা করবেন;

৯. অনুমোদিত প্রশিক্ষণ পরিকল্পনার আলোকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রশিক্ষণ আয়োজনসহ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন;

১০. স্থানীয় পর্যায়ে আয়োজিত প্রশিক্ষণ বাস্তবায়নে প্রয়োজনবোধে নীতিমালার আলোকে প্রশিক্ষক/সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন;

১১. নির্ধারিত প্রমাপ অনুযায়ী সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিদর্শন করে পরিদর্শন প্রতিবেদন ইউআরসি ইন্সট্রাক্টর বরাবর দাখিল করবেন;

১২. চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণের জন্য প্রাপ্ত বিষয়ের জন্য প্রশিক্ষণ উপকরণ (লিফলেট) উন্নয়নে ইউআরসি ইন্সট্রাক্টরকে সহায়তা করবেন;

১৩. প্রাথমিক বিদ্যালয় ও শ্রেণির শিখন-কাজে গঠনমূলক (ধারাবাহিক) মূল্যায়ন প্রচলনে একাডেমিক সহায়তা প্রদান করবেন:

১৪. ইউআরসিতে অনুষ্ঠিত সকল প্রশিক্ষণের শিক্ষক প্রশিক্ষণ মূল্যায়নে অংশগ্রহণ করবেন;

১৫. ইউআরসি কর্তৃক সম্পাদিত নিউজলেটার প্রকাশ ও প্রচারে দায়িত্ব পালন করবেন;

১৬. ডাটা এন্ট্রি অপারেটরের সহায়তায় ইউআরসি'র নথি/রেজিস্টার, মালামাল ও রেকর্ডপত্র সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করবেন:

১৭. ডাটা এন্ট্রি অপারেটরের সহায়তায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য হালনাগাদ করাসহ শিক্ষক ডাটাবেজ উন্নয়নের মাধ্যমে শিক্ষক প্রোফাইল প্রস্তুতে দায়িত্ব পালন করবেন;

১৮. ডাটা এন্ট্রি অপারেটরের সহায়তায় জাতীয় তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত ইউআরসি'র ওয়েব পোর্টাল হালনাগাদ ও উন্নয়নের দায়িত্ব পালন করবেন;

১৯. ডাটা এন্ট্রি অপারেটর এবং নিরপত্তা প্রহরী (নৈশ প্রহরী) এর অর্পিত দায়িত্ব পালন তদারকি ও নিশ্চিত করবেন;

২০. এ ছাড়াও সময়ে সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন করবেন।


ডাটা এন্ট্রি অপারেটর এর দায়িত্ব ও কর্তব্য:

১. ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরের নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করবেন:

২. ইউজারসিতে আয়োজিত প্রশিক্ষণ/কর্মশালা/সেমিনারের সহায়ক স্টাফ হিসেবে উপকরণ সংগ্রহ ও বিতরণ, হাজিরা সংরক্ষণ ও বিল-ভাউচার প্রস্তুতসহ যাবতীয় দায়িত্ব পালন করবেন:

৩. সহকারী ইন্সট্রাক্টরের তত্ত্বাবধানে ইউআরসি'র নথি (ই-নথি), মালামাল ও রেকর্ডপত্র সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করবেন:

৪. সহকারী ইন্সট্রাক্টরের তত্ত্বাবধানে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য হালনাগাদ করাসহ শিক্ষক ডাটাবেজ উন্নয়নের মাধ্যমে শিক্ষক প্রোফাইল প্রস্তুতে দায়িত্ব পালন করবেন;

৫. সহকারী ইন্সট্রাক্টরের তত্ত্বাবধানে জাতীয় তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত ইউআরসি'র ওয়েব পোর্টাল হালনাগাদ ও উন্নয়নের দায়িত্ব পালন করবেন;

৬. ইউআরসি'র ডিডিও এর তত্ত্বাবধানে ই-একাউন্টিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার ও হালনাগাদকরণের দায়িত্ব পালন;

৭. ইউআরসি'র ডিডিও এর তত্ত্বাবধানে আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিল-রেজিস্টার হালনাগাদ করবেন;

৮. এ ছাড়াও সময়ে সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন করবেন।





নিরাপত্ত প্রহরী (নৈশ প্রহরীর) এর দায়িত্ব ও কর্তব্য:

১. ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর ও ডাটা এন্ট্রি অপারেটর এর নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করবেন:

২. রাতের বেলায় ইউআরসি'তে অবস্থান করে ইউআরসি'র স্থায়ী ও অস্থায়ী সম্পদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন;

৩. অফিস শুরুর আগে অফিস খোলা ও পতাকা উত্তোলন এবং অফিস সময় শেষে পতাকা নামানো ও অফিস বন্ধ করার দায়িত্ব পালন করবেন;

৪. আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মীর সহায়তায় ইউআরসি প্রাঙ্গন ও ভবনের সকল কক্ষ ও শৌচাগারের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন;

৫. ইউআরসিতে আয়োজিত প্রশিক্ষণ/কর্মশালা/ সেমিনারের সহায়ক স্টাফ হিসেবে উপকরণ সংগ্রহ ও বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আসন-ব্যবস্থাসহ যাবতীয় দায়িত্ব পালন করবেন:

৬. এ ছাড়াও সময়ে সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন করবেন।

ইউআরসি/টিআরসি'র কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য


বিভাগীয় উপ-পরিচালকের সংশ্লিষ্টতা:

১. প্রতি মাসে ২টি ইউআরসি/টিআরসি নিবিড়ভাবে পরিদর্শন করবেন এবং নির্ধারিত ছকে প্রতিবেদন সংশ্লিষ্ট সুপার, পিটিআই ও পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) বরাবর প্রেরণ করবেন;

২. বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন পরিবীক্ষণ করবেন;

৩. ইউআরসি ইন্সট্রাক্টরগণের বার্ষিক গোপনীয় অনুবেদনে প্রতিস্বাক্ষর করবেন;

৪. ইউআরসি এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের টাইম স্কেল মঞ্জুর করবেন;

৫. ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরগণের শ্রান্তি বিনোদন ভাতা, দক্ষতা সীমা, অন্যান্য ছুটির আবেদনপত্র অগ্রায়ন করবেন;

৬. বিভাগের মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বদলি নিষ্পত্তি করবেন;

৭. উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ইউআরসি সংক্রান্ত যেকোনো দায়িত্ব পালন করবেন।


জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সংশ্লিষ্টতা:

১. উপজেলা রিসোর্স সেন্টার তাঁর নিয়মিত পরিদর্শনের আওতায় থাকবে। উপজেলা পরিদর্শনের সময় উপজেলা রিসোর্স সেন্টা পরিদর্শন করবেন। উপজেলা রিসোর্স সেন্টারের কোন অনিয়ম ও শৃঙ্খলাজনিত ঘটনা তার নজরে আসা মাত্র বিষয়টি পিটিআই সুপারকে লিখিতভাবে অবহিত করবেন। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করবেন;

২. উপজেলা প্রাথমিক শিক্ষা বিষয়ে সমসাময়িক তথ্য, বিদ্যালয় ও শিক্ষক প্রোফাইল, শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি তথ্য (ডাটাবেজ) তৈরী ও সংরক্ষণে ইউআরসি-কে সহযোগিতা করবেন;

৩. চাহিদা মোতাবেক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যথাসময়ে ডেপুটেশন প্রদান/ডেপুটেশন প্রদানে টিইও/ইউইওদের নির্দেশনা প্রদান ও উপস্থিতি নিশ্চিত করবেন;

৪. উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইউআরসি'র সাথে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও ইউআরসিকে সহযোগিতা করবেন;

৫. বিদ্যালয় পরিদর্শনের সময় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ প্রশিক্ষণ লব্ধজ্ঞান বিদ্যালয়ে প্রয়োগ করছে কিনা তা পরিবীক্ষণ করবেন;

৬. অবসরপ্রাপ্ত, বদলি ও প্রেষণের অফিস আদেশের কপি ইউআরসিতে প্রেরণ করবেন;

৭. ইউআরসি ইন্সট্রাক্টরগণকে জেলায় অনুষ্ঠিতব্য মাসিক সমন্বয় সভায় যোগদানের আহ্বান জানাবেন। উক্ত সভায় ইন্সট্রাক্টরগণ ইউআরসি'র মাসিক কার্যক্রম এবং পরবর্তী মাসের কর্মসূচি উপস্থাপন করবেন;

৮. উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ইউআরসি সংক্রান্ত যেকোনো দায়িত্ব পালন


পিটিআই সুপারের সংশ্লিষ্টতা:

১. ইউআরসি'র একাডেমিক ও প্রশাসনিক প্রধান হিসেবে তাঁর আওতাধীন ইউআরসি'র সামগ্রিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন এবং এর জন্য দায়বদ্ধ থাকবেন;

২. ইউআরসি ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করে বার্ষিক কর্মপরিকল্পনা অনুমোদনের উদ্যোগ গ্রহণ করবেন;

৩. ইউআরসি'র কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য মাসিক সমন্বয় সভা আহ্বান করবেন;

৪. ইউআরসি'র কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও পরিবীক্ষণ করার জন্য বিদ্যমান কাঠামোর মধ্যে পিটিআইতে একটি সেল গঠন করবেন;

৫. ইন্সট্রাক্টরের নৈমিত্তিক ছুটি, ভ্রমণসূচি অনুমোদনসহ ভ্রমণবিল মঞ্জুর করবেন;

৬. ইন্সট্রাক্টর বার্ষিক গোপনীয় অনুবেদন লিখবেন এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর বার্ষিক গোপনীয় অনুবেদনে প্রতিস্বাক্ষর করবেন;

৭. ইউআরসিতে নিয়ম-শৃঙ্খলা বিরোধী কোন ঘটনা ঘটলে তার নিষ্পত্তি করবেন এবং প্রয়োজনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন;

৮. ইউআরসি'র সার্বিক প্রশিক্ষণ কার্যক্রম পরিবীক্ষণ ও মূল্যায়ন করবেন;

৯. প্রতি মাসে কমপক্ষে ১টি ইউআরসি নিবিড়ভাবে পরিদর্শন করবেন যেন বছরে তাঁর আওতাধীন সকল ইউআরসি কমপক্ষে ১ বার পরিদর্শন নিশ্চিত হয়। এ সম্পর্কিত প্রতিবেদন নির্ধারিত ছকে পরিচালক (প্রশিক্ষণ) বরাবর প্রেরণ করবেন;

১০. ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর ও অন্যান্যদের নৈমিত্তিক ছুটি ব্যতীত অন্যান্য ছুটির আবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অগ্রায়ন করবেন;

১১. উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ইউআরসি সংক্রান্ত যেকোনো দায়িত্ব পালন করবেন।


উপজেলা/থানা শিক্ষা অফিসারের সংশ্লিষ্টতা:

১. চাহিদা মোতাবেক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যথাসময়ে ডেপুটেশন প্রদান নিশ্চিত করবেন;

২. প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বিদ্যালয়ে শিখন-শেখানো কার্যক্রমে কতটা প্রয়োগ করছেন তা পর্যবেক্ষণ করবেন:

৩. ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরকে বিদ্যালয়ের শিখন-শেখানো কার্যক্রম পর্যবেক্ষণে সহায়তা করবেন:

৪. উপজেলা পর্যায়ে প্রতিমাসে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় ইউআরসি ইন্সট্রাক্টরকে যোগদানের আহ্বান জানাবেন;

৫. উপজেলা শিক্ষক প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য সংক্রান্ত ডাটাবেজ তৈরী ও সংরক্ষণে সহায়তা করবেন;

৬. উপজেলা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় উপজেলা শিক্ষা অফিসার ইউআরসিতে সংরক্ষিত বিদ্যালয় ও শিক্ষক সংক্রান্ত ডাটাবেজ ব্যবহার করবেন;

৭. ইউআরসি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করবেন;

৮. উপজেলা রিসোর্স পুল গঠনে এবং উপজেলা শিক্ষা উপকরণ প্রদর্শনীর আয়োজনে ইউআরসিকে প্রয়োজনীয় সহায়তা করবেন;

৯. উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ইউআরসি সংক্রান্ত যেকোনো দায়িত্ব পালন করবেন।


সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের সংশ্লিষ্টতা:

১. শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত ডাটাবেজ তৈরিতে ইউআরসিকে সহায়তা করবেন;

২. বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে শিক্ষকদের দুর্বলতা চিহ্নিত করে বিষয়ভিত্তিক ও অন্যান্য প্রশিক্ষণের জন্য ইউআরসিতে প্রেরণ করবেন;

৩. রিসোর্স সেন্টারের যাবতীয় কার্যক্রম পরিচালনায় প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করবেন;

৪. শিখন-শেখানো সামগ্রী, উপকরণ ইত্যাদি সংগ্রহে সহায়তা করবেন;

৫. সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পর্যবেক্ষণে ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন।


প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংশ্লিষ্টতা:

১. প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পাক্ষিক সভার কার্যবিবরণী/প্রতিবেদন প্রতিমাসের ৫ তারিখের মধ্যে উপজেলা/থানা শিক্ষা অফিসার ও ইউআরসি ইন্সট্রাক্টর বরাবর প্রেরণ করবেন;

২. প্রাথমিক বিদ্যালয়ে পাঠ-সমীক্ষা পরিচালনা ও মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়নে এবং শিক্ষকদের শ্রেণি শিখন-শেখানো প্রক্রিয়ার মানোন্নয়নে একাডেমিক সহায়তা প্রাপ্তিতে ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরগণের পরামর্শ গ্রহণ করবেন;

৩. ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরদের পরিকল্পিত বিদ্যালয়ে পরিদর্শন সময়ে এসএমসি ও পিটিএ সভা, অভিভাবক ও মা সমাবেশ, উঠোন বৈঠক ও হোমভিজিট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করবেন অথবা নিজেদের পরিকল্পনা মোতাবেক আয়োজন করে ইউআরসি ইন্সট্রাক্টরকে অবহিত করবেন;

৪. প্রাথমিক বিদ্যালয় ও শ্রেণির শিখন-কাজে গঠনমূলক (ধারাবাহিক) মূল্যায়ন প্রচলনে ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরগণের একাডেমিক সহায়তা গ্রহণ করবেন;

৫. বিদ্যালয় উন্নয়ন কার্যক্রম যথাযথ সম্পন্নকরণে অসুবিধা পরিলক্ষিত হলে ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরের সহায়তা গ্রহণ করবেন।


নেপ এর সংশ্লিষ্টতা:

১. নেপ এর সংশ্লিষ্ট ফ্যাকাল্টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ইউআরসি'র জনবলকে প্রশিক্ষণ প্রদানের জন্য একটি বিস্তৃত কর্মসূচি প্রণয়ন করবেন;

ইউআরসি'র জনবলকে দক্ষ করে গড়ে তোলার জন্য বুনিয়াদি প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণের আয়োজন করবে;

৩. ইউআরসি কার্যক্রম বাস্তবায়নের ওপর নিয়মিত সমীক্ষা, গবেষণা পরিচালনা করবে। প্রাপ্ত ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অবহিত করবে;

৪. ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরামর্শক্রমে বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী, হ্যান্ডবুক ইত্যাদি তৈরি এবং বিতরণ করবে।

ড. উত্তম কুমার দাশ

পরিচালক (প্রশিক্ষণ )

প্রাথমিক শিক্ষা অদিপ্তর